সাইফউদ্দিনের বিষয়ে সিদ্ধান্ত সাত দিন পর

20

সাইফউদ্দিন শতভাগ না হলেও মোটামুটি সুস্থ। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা শুনে মনে হলো সাইফউদ্দিন এখনও সুস্থ্ নন। সেই বিশ্বকাপের মাঝামাঝি সময় থেকে যে ইনজুরি বয়ে বেড়াচ্ছেন এ পেস বোলিং অলরাউন্ডার, তা এখনও কাটিয়ে ওঠেননি এবং উঠতে আরও সময় লাগবে। নান্নু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাইফউদ্দিন এখন যে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন, তাতে শুধু ফিজিক্যাল ট্রেনিং আর রানিং করতে পারবে। কোন ক্রিকেটীয় কর্মকান্ড তথা ব্যাটিং ও বোলিং করতে পারবে না। এবং সেটা আজ কাল বা দু এক দিনের মধ্যেও সম্ভব না। অন্তত আরও এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। সাতদিন পর ডাক্তার তার অবস্থা বুঝে জানাবেন।