সাংস্কৃতিক চর্চা মানুষকে সুন্দর জীবনের পথ দেখায়

33

ব্যাপক কর্মসূচী ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের মেধা, শতভাগ উপস্থিতি, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়। সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সাবেক চেয়ারম্যান, চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব কলিম সরওয়ার। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এবং স্কুলের প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শিক্ষানুরাগী ডা. এ.কে.এম. ফজলুল হক, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও একাডেমিক ডিরেক্টর আমেনা শাহীন, বাসস-এর সিনিয়র রিপোর্টার মিয়া মোহাম্মদ আরিফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল হোসাইন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপকভাবে অংশ গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষকে সুন্দর জীবন-যাপনের পথ দেখায়। সাহিত্য চর্চা মানুষকে জীবন ঘনিষ্ঠ করে গড়ে তোলে। তিনি তরুণ শিক্ষার্থীদের মাদকাসক্তি, ফেইসবুক, শিশুদের মোবাইল ও কার্টুনে আসক্তি ইত্যাদি বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে তাদের মেধা ও মননের বিকাশ সাধনে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি