সাংস্কৃতিক কর্মীরা প্রতিহত করবে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের

24

বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধী বক্তব্যের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সাংস্কৃতিক সংগঠকরা আজ ঐক্যবদ্ধ। পাহাড়তলী বধ্যভূমিকে সংরক্ষণ করার উদ্যোগ নিতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বধ্যভূমিকে সংরক্ষণ করার জন্য আজ শপথ গ্রহণ করছি। ৪ ডিসেম্বর চট্টল ইয়ুথ কয়ার আয়োজিত মাসব্যাপী বিজয় উৎসবের ২য় কর্মসূচীতে পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কয়ার চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ। উদ্বোধীন বক্তব্যে শহিদুল হক বলেন, এ বধ্যভূমি সংরক্ষণ করে শহীদদের আত্মাকে শান্তি দিতে হবে। সভাপতির বক্তব্যে ডা: জামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করার। কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় ডা: মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১৩নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, গণমুক্তি নেতা রাজা মিয়া, বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী বিভাগীয় সম্পাদক লায়ন সুজিত দাশ অপু, সাংস্কৃতিক সংগঠক স.ম জিয়াউর রহমান, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, বঙ্গবন্ধু জন্মশত বাষির্কী মহিলা কমিটির সভাপতি কণ্ঠশিল্পী শিউলী আক্তার, সমাজসেবী বাবুল চন্দ্র পাল, বিশাল ঘোষ, মো. নিয়াজ, জিহাদুল করিম ওশি প্রমুখ। বিজ্ঞপ্তি