সাংস্কৃতিক অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে

12

 

গত ১২ জানুয়ারি রহমতগঞ্জস্থ বিবেকানন্দ বিদ্যানিকেতন ও বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের এটাছি মনীষ সিং এ কথা বলেন। তিনি বলেন, স্বামীজীর ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্ট পরিচালিত বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতন অত্রাঞ্চলে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সভাপতি দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ মানু মজুমদার, বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক নারায়ণ চৌধুরী, রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সম্পাদক তাপস হোড়।
আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠানসূচীতে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সঙ্গীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সংঙ্গীত নিকেতনের সকল শিক্ষকদের সহযোগিতায় অনুষ্ঠিত সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সংগীত শিক্ষক প্রিয়ম কৃষ্ণ দে। বিজ্ঞপ্তি