সাংবাদিক গিয়াস কামালের মৃত্যুবার্ষিকী পালিত

6

 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মুখ্য আলোচক ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সীতাকুÐ তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড এম এনায়েত উল্লাহ হিরু, ডেইলী লাইফের নির্বাহী সম্পাদক বেলায়েত হোসেন, প্রিন্সিপ্যাল মুছা সিকদার, সৈয়দ মো. হাসান মারুফ রুমী, কবি সজল দাশ, সাজিদুল আনোয়ার, ব্যাংকার মো. জামশেদ আহমেদ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি বলেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর একান্ত অনুসারী। তিনি ছিলেন সাংবাদিকতার কিংবদন্তী, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। বিজ্ঞপ্তি