সাংবাদিক আরিফকে গ্রেপ্তার ও দন্ড বিধিসম্মত হয়নি

25

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন পোর্টাল কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে গ্রেপ্তার ও শাস্তি প্রদান বিধিসম্মত হয়নি। গতকাল রবিবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রামে একজন সাংবাদিককে যেভাবে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে অন্যত্র কোর্ট বসিয়ে শাস্তি দেওয়া হয়েছে, আমার দৃষ্টিতে এটি কোনোভাবেই বিধিসম্মত হয়নি। অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে তার বক্তব্যে এভাবে মধ্যরাতে অন্যত্র কোর্ট বসানো যায় না বলে মতামত ব্যক্ত করেছেন।’ খবর বাংলা ট্রিবিউনের
মন্ত্রী বলেন, ‘আমরা যতদূর দেখে আসছি, মোবাইল কোর্ট ঘটনাস্থলেই বসাতে হয়। একজনকে ধরে নিয়ে গিয়ে অন্যত্র মোবাইল কোর্ট বসানো বিধিসম্মত নয়। এটা যেভাবে ঘটানো হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। অন্য যারা এর সঙ্গে জড়িত, তারাও দায় এড়াতে পারেন না। কারও কোনও অপরাধ থাকলে তার বিচারের নিয়মনীতি রয়েছে, কিন্তু এক্ষেত্রে তা অনুসরণ করা হয়েছে বলে আমি মনে করি না। এবিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। ডিসি হোন বা অন্য কর্মকর্তা হোন, যেই হোন, তিনি যদি আইন বহির্ভূত কাজ করে থাকেন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
শফিকুল ইসলাম কাজলের নিখোঁজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজখবর করছে।’ মন্ত্রী বেতার মিলনায়তনে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি গঠন আমাদের লক্ষ্য। বেতার সেই লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।