সাংবাদিক আমানুল্লাহ কবীরের শোকসভা

40

সাংবাদিক আমানুল্লাহ কবীরকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করলো চট্টগ্রাম অঞ্চলে প্রিন্ট ও অনলাইনে কর্মরত সংবাদকর্মীবৃন্দ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সদ্য প্রয়াত দেশের প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের শোকসভা ও দোয়া মাহফিল গত ১৯ জানুয়ারী শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদমমোবরক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ওর্য়াল্ড প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মঈনুদ্দীন কাদেরী শওকত বলেন, আমানুল্লাহ কবীর ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের সর্বদা জাগ্রত, পেশাদার সাংবাদিক, সজ্জন, সাহসী, স্পষ্টবাদী, নীতিবান সাংবাদিক। গণমানুষের সাথে এদেশের সাংবাদিক সমাজের সম্পর্ক উন্নয়নে যেসব নির্ভীক সাংবাদিক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আমানুল্লাহ কবীর অন্যতম। তিনি কারো প্রলোভনে প্রলুব্ধ হননি, কারো রক্ত চক্ষুকে ভয় করেননি। তিনি সমাজের অবিচার অত্যাচার জুলূম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কন্ঠ ছিলেন। এস.ডি জীবনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সি আর বিধান বড়ুয়া, কাজী জিয়াউদ্দীন সোহেল, কামাল হোসেন, হোসেন মিন্টু, তরুণ বিশ্বাস অরুন, সালেহ উদ্দীন, শিব্বির আহম্মদ ওসমান, ওসমান গনি, জাহেদুল আলম, মোসলেহ উদ্দীন বাহার, সোহেল হোসাইন, মো: সুমন, শেখ সেলিম, তোহিদ আকবর, কাজী জাহাঙ্গীর আলম, সিটিজি টাইমস ডটকমের স্টাফ রির্পোটার আব্দুল কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি