সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

14

চকরিয়া প্রতিনিধি

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকার লামা ও সি প্লাস টিভির চকরিয়া প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ আরমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত ২ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের বক্স রোড়ের আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন অংশ নেয়।
দৈনিক যুগান্তর চকরিয়া প্রতিনিধি মনছুুর মহসিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ চকরিয়া প্রতিনিধি ইবনে আমিন, দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মনজুর আলম, মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক, রফিক আহমদ, রোস্তম গনি মাহমুদ, খায়রুল বশর সোহেল, আব্দুল করিম, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল হামিদ, শাহাদাত আলী জিন্নাহ, জমির হোসেন, সুমন কান্তি দাশ, জেপুলিয়ান দত্ত, জুলফিকার আলী ভুট্টো, মিজানুর রহমান, জিয়াউল হক, মো. সেলিম, ওমর আলী, শাহ আলম প্রমুখ।