সাংবাদিকতাকে তথ্যবহুল করতে হবে : হুইপ পটিয়া প্রতিনিধি

12

জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, পেটের দায়ে সাংবাদিকতা নয়। মালিক পক্ষ পছন্দ না করলে প্রতিনিধি বা সাংবাদিকদের প্রেরিত নিউজ পত্রিকায় ছাপানোর নিশ্চয়তা নেই। পেশাদার সাংবাদিক সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী নতুন করে অনেক গণমাধ্যম দিয়েছেন। এসব গণমাধ্যম প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের দেয়া হলেও তার অধিকাংশ চলে গেছে কর্পোরেট হাউসের কাছে। সাংবাদিকতাকে তথ্যবহুল করতে হবে এবং প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। মোবাইল ফোনে পাওয়া যায়নি, এমন নিউজ থেকে বিরত থাকতে হবে। আজ যারা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন তাদের সকলে বৃহত্তর পটিয়ার সন্তান। দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৫ উপজেলার মফস্বল সাংবাদিকদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গতকাল বৃহস্পতিবার শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এই কর্মশালায় অংশ নেন পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৭০ জন সাংবাদিক। আলদা ২টি ভেন্যুতে একযোগে ৯ আগস্ট প্রশিক্ষণ শুরু হয়। পটিয়া ব্যানবেইস কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা এবং পটিয়া পৌরসভা কার্যালয়ের হলরুমে সাংবাদিকতার বেসিক নিয়ম-কানুনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন ও অপরটি উদ্বোধন করেন পৌরসভার মেয়র আয়ুব বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
অনুসন্ধানী সাংবাদিকতা ভেন্যুতে বক্তব্য দেন বৈশাখী টিভির প্ল্যানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব নন্দী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক কর্মশালার সমন্বয়ক শাহ শেখ মজলিশ ফুয়াদ। প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উত্তরণের উপায়, অনুসন্ধানী সাংবাদিকতার ধরন, কৌশল, ধাপসমূহ এবং সোর্স পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা সম্পর্কে ধারণা দেয়া হবে। তাছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। তিনদিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করেন। এসময় বক্তব্য দেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, বিএফইউজের সদস্য প্রণব বড়–য়া অর্ণব, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।