‘সহিংসতার চক্র’ অবসানে ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

9

 

‘সহিংসতার চক্র’ অবসানে কাজ করতে ফিলিস্তিন ও ইসরায়েলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার উভয় দেশের নেতাদের সঙ্গে পৃথক ফোনালাপে এই আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ফোনালাপে ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীর এবং ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রমবর্ধান উত্তেজনা নিয়ে কথা বলেন অ্যান্টনি ব্লিনকেন। আলোকপাত করেন পবিত্র আল আকসা মসজিদ কম্পাউন্ডে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের সাম্প্রতিক তান্ডবের ঘটনা নিয়ে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও বিকল্প প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের সঙ্গে আলোচনা করেছেন অ্যান্টনি ব্লিনকেন। তিনি উত্তেজনার পারদ বাড়িয়ে তোলে এমন কর্মকান্ড ও বাগাড়ম্বর থেকে বিরত থেকে সহিংসতার চক্রের অবসান ঘটাতে কাজ করার ওপর জোর দিয়েছেন। নেড প্রাইস বলেন, আলাপকালে ফিলিস্তিনিদের জীবনযাত্রার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অ্যান্টনি ব্লিনকেন। আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তিনি ওয়াশিংটনের সমর্থনের কথা জানিয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে ইরান ও দেশটির প্রক্সিদের দ্বারা সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলার উপায় নিয়েও আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে বাইডেন প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নিন্দা জানিয়েছেন গাজা থেকে সাম্প্রতিক রকেট হামলার।