সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব

17

শিল্প সংস্কৃতির প্রায় সব মাধ্যমকে একত্রিত করে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমিতে সম্পন্ন হয়েছে ছয় দিনব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব ২০২৩। এর আগে গত ১০ মার্চ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। উৎসব উদ্যাপন পরিষদের আহব্বায়ক সাইফুল আলম বাবুর সভাপতিত্বে ছয় দিনব্যাপী উৎসবে প্রতিদিনের আয়োজনে বিকেল সাড়ে চারটা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয় ও যাত্রাপালা। সন্ধ্যা ৬টা থেকে শিল্পকলার আর্ট গ্যালারি মিলনায়তনে নাটক থেকে পাঠ, শ্রæতিনাটক, কবিতা পাঠ, ছড়া পাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য ও গীতিআলেখ্য। সন্ধ্যা ৭টায় শিল্পকলার মূল মিলনায়তনে ছিল নাটক। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আর্ট গ্যালারি ভবনের দ্বিতীয় তলায় দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী ও তৃতীয় তলায় চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পকলা প্রাঙ্গণ জুড়ে ছিল বইমেলা। এতে অংশ নিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব, কালধারা, বলাকা, শৈলী, খড়িমাটি ও তৃতীয় চোখ। গত ১৪ মার্চ উমে সিং মারমার উপস্থাপনায় একক সংগীত পরিবেশন করেন অনামিকা তালুকদার, শাকিলা জাহান, তাপস বড়ুয়া, কান্তা দে, ইকবাল হায়দার, ফরিদ বঙ্গভাষী, শহীদ ফারুকী, কেশব জিপসী প্রমুখ। বিজ্ঞপ্তি