সহযোগিতা চুক্তি সই ঢাকা-বাকু

15

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান। দু’দেশের মধ্যে এটাই প্রথম কোনো চুক্তি।
গতকাল শনিবার বাকুর প্রেসিডেনসিয়াল প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আজারবাইজানের পক্ষে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আবুলফাস গারায়েব এ চুক্তিতে সই করেন। খবর বাংলানিউজের
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকটিও বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।