সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন

55

মিরসরাই : বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ১১ তম গ্রেড চাই এই শ্লোগানকে ধারণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের দাবিতে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সে মানববন্ধন সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ শিক্ষক নঈম উদ্দিনের সঞ্চালনায় এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক হারুনুর রশিদ, মাইনুল হাসান সোহাগ, আশরাফুল আরেফিন, মাইনুল ইসলাম, আবু কাউছার, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী প্রমুখ। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রæতির বাস্তবায়ন ও ২০১৪ সালের ৯ মার্চ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১ তম গ্রেড বেতন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান। পরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বরাবরে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। মানববন্ধনে মিরসরাই উপজেলার ১৯১ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
বান্দরবান : দাবি মোদের একটাই সহকারি শিক্ষদের ১১তম গ্রেড চাই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের বেতন গ্রেড বৈষম্য নিরসনের লক্ষ্যে ১১তম গ্রেড বেতন প্রদানে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সমিতির সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অশোক তরু দাশ, সহকারী শিক্ষক শামসুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন,বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নে অনবরত অবদান রেখে চলেছেন। এ ধারা অব্যাহত রাখতে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ১১তম গ্রেডে বেতন প্রদান করার জোর দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেন সহকারী শিক্ষকরা।


এদিকে জেলার রোয়াংছড়ি উপজেলায় একই দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের বেতন গ্রেড বৈষম্য নিরসনের লক্ষ্যে ১১তম গ্রেড বেতন প্রদানে দাবিতে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।পরে সহকারী শিক্ষক সমিতি নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের কাছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এসময় রোয়াংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অংসাহিং মারমা (আথুই), সাধারণ সম্পাদক রোয়াল সাং লিয়ান বম, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইমং মারমা উপস্থিত ছিলেন।
রাজস্থলী : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ৯ মার্চ ২০১৪ইং তারিখ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১ তম গ্রেড বেতন প্রদানের দাবিতে রাজস্থলী উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত গত ১৪ মার্চ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তাইতং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল তঞ্চঙ্গ্যার উপস্থাপনায় সভাপতিত্ব করেন, শিক্ষক কমিটির সভাপতি ও মানববন্ধনের আহবায়ক মংথ মারমাও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ত্রিপুরা।


লোহাগাড়া উপজেলা শাখা: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ১১তম গ্রেডে বেতনের দাবিতে উপজেলা চত্ত¡রে আজ ১৪ মার্চ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিপুল সংখ্যক বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।


সমাবেশে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বলেন, প্রধান শিক্ষকের পরের ধাপ ১১তম গ্রেডে আমরা বেতন পেতে চাই। আমরা বিভিন্ন যৌক্তিক কারণে ১১তম গ্রেড পাওয়ার যোগ্য। এই ব্যাপারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন মজুমদার, মহিলা সম্পাদিকা শাহীন আক্তার, সহ-মহিলা সম্পাদিকা সাজেদা আক্তার, কার্যনির্বাহী সদস্য বাবলু কান্তি হাজারী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আহমদ, শিক্ষকদের পক্ষে নরেন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি