সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্ট উদ্বোধন

9

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড উপজেলার ১০নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর অংশের প্রবেশমুখে পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
এসময় তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন, বৃক্ষনিধন এবং অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বন্ধের জন্য এই স্থানে একটি পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প এবং একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। কেউ অবৈধভাবে সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড় শ্রেণির এ ভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করতে না পারে, একইভাবে পরিবেশের কোনো ক্ষতি করতে না পারে এসব বিষয়গুলো এই ক্যাম্প ও চেকপোস্ট থেকে মনিটর করবে।’
গতকাল বৃহস্পতিবার বিকালে এই ক্যাম্প ও চেক পোস্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্ল্যাহ। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে পাহাড়ি ভূমিতে অবৈধ দখল প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ বিভাগের তৎপরতা জোরদার থাকবে।’
২০২২ সালে ১৭ আগস্ট পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্ট নির্মাণ কাজের স্থায়ীরূপ দেওয়ার কাজ শুরু হয়েছিল। সীতাকুন্ড উপজেলা, হাটহাজারী এবং কাট্টলী সার্কেলের অধীন প্রায় ৩১০০ একর পাহাড়ি খাসজমি উদ্ধারের জন্য বিগত জুলাই মাসের মধ্যভাগ থেকে জেলা প্রশাসন উদ্যোগে প্রশাসনিক কার্যক্রম, অবৈধ দখলদার উচ্ছেদ ও জমি উদ্ধার কার্যক্রম শুরু হয়। নির্মাণ কাজ শেষে পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সীতাকুন্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।