সলিমপুরের অসহায় গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ

25

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের ১০ সলিমপুর জঙ্গল সলিমপুর এলাকায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য স্থান নির্মাণ ও সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ন্যাশনাল হাউজিং অথরিটির একটি উচ্চ পর্যায়ের টিম জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেছেন। জঙ্গল সলিমপুর এলাকায় আগে থেকে বসবাসকারী অসহায় গৃহহীনদের পুর্নবাসন করতে জেলা প্রশাসন কর্তৃক উদ্যোগের অংশ হিসেবে এই পরিদর্শন। জঙ্গল সলিমপুরের অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করে বিভিন্ন কার্যক্রম করার নিমিত্তে সরকার কর্তৃক মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই টানা অভিযান চলছে। এই অঞ্চলের অবৈধ বসতি ও পাহাড় খেকোদের উচ্ছেদ করা হলেও প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকেই বলা হচ্ছিল। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ন্যাশনাল হাউজিং অথরিটি ও উপজেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের টিম জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করেন। এই টিমে ছিল ন্যাশনাল হাউজিং অথরিটির পরিকল্পনা, নক্সা ও বিশেষ প্রকল্পের সদস্য বিজয় কুমার মন্ডল, পরিচালক আশরাফ হোসেনসহ অন্যান্যরা।
পরিদর্শন টিমের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল
আলম। জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন পরিদর্শন টিম। পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলার সার্কিট হাউসে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সাথে ন্যাশনাল হাউজিং অথরিটি ও উপজেলা প্রশাসন একটি মত বিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সকল ভ‚মিহীন ও গৃহহীনদেরকে পুনর্বাসনের উদ্যোগের বিষয়টি পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে পুনর্বাসন করা হবে। কাজেই জঙ্গল সলিমপুরের সকল ভ‚মিহীন ও গৃহহীনদেরকে পুনর্বাসন করা হবে। তারই অংশ হিসেবে আজ পরিদর্শন ও মতবিনিময় সভা করা হয়। ধারাবাহিকভাবে এখানে পুনর্বাসনের কাজ শুরু হবে এবং ধাপে ধাপে সকল গৃহহীনরা পুনর্বাসিত হবে।