‘সর্বজীবের প্রতি অহিংসা প্রদর্শন করাই বুদ্ধের বাণী’

93

গত ২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় মোমিন রোড মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যৌাগে বর্ষাসাটিকা সংঘদান ও একক সদ্ধর্মদেশনা বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথেরর সভাপতিত্বে বিহার পরিচালনা কমিটির সভাপতি অলক বড়ুয়া বিটু’র সঞ্চলনায় নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ সুপ্রভাত হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধর্মসভায় পঞ্চশীল প্রার্থনা করেন মৃদুল কান্তি বড়ুয়া, সংঘদান, অষ্ট পরিস্কার ও বর্ষা চীবর উৎসর্গের মাধ্যমে মায়ানমার সামিয়াতা মেডিটেশন সেন্টার হতে প্রশিক্ষণ প্রাপ্ত বাঙাল হালিয়া নন্দবংশ মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ মহাথের’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভদন্ত রতনানন্দ থের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সংগঠক স্বদেশ কুসুম চৌধুরী, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া, প্রাক্তন অধ্যক্ষ দীপক কুমার তালুকদার, অধ্যাপিকা সুপ্রভা বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, সুর্য্যসেন বড়ুয়া শঙ্কু, অনিমেষ কুমার বড়ুয়া, রেবা বড়ুয়া, রেখা বড়ুয়া, কুমকুম বড়ুয়া, জুয়েল বড়ুয়া, শুভ্র প্রমুখ। ধর্মদেশনায় ভদন্ত নন্দবংশ মহাথের বলেন, মা যেমন তার একমাত্র পুত্রকে নিজ জীবনের বিনিময়ে রক্ষা করেন, সেরূপ জগতের সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রী পোষণ করুন। একমাত্র ভগবান বুদ্ধই আবিস্কার করেন মানুষের দুঃখ-মুক্তির অভ্রান্ত পথ জন্ম-জরা-ব্যাধি-মৃত্যুহীন পরম সুখ-শান্তিময় নির্বাণ। বিজ্ঞপ্তি