সরোজিনী নাইডো এর চোখে মহানবী (স.)

30

পূর্বদেশ ডেস্ক

আপন আলোয় উজ্জ্বল প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.)।
তাঁর কর্ম ও জীবনদর্শন বিশ্বজনীন। তাই তিনি বিশ্বনবী (স.)। ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও বিশে^র অমুসলিম বিশিষ্টজনদের কাছেও তিনি শ্রদ্ধা ও সম্মানের পাত্র। অমুসলিম অনেকেই তাঁকে মূল্যায়ন করেছেন নানা দৃষ্টিকোণে। কেমন ছিলেন প্রিয়নবী হযরত মোহাম্মদ (স.)-এ প্রসঙ্গে সরোজিনী নাইডো এর মন্তব্য আজ তুলে ধরা হলো :
‘এটাই প্রথম ধর্ম যা গণতন্ত্র প্রচার এবং অনুশীলন করেছিল কারণ নামাজের জন্য যখন মসজিদে আজান দেওয়া হয় তখন নামাজিরা একত্র হয়, ইসলামের গণতন্ত্র দিনে পাঁচবার মূর্ত হয় যখন কৃষক এবং রাজা পাশাপাশি হাঁটু গেড়ে ঘোষণা করেন- ‘খোদা একাই মহান’… আমি বারবার ইসলামের এই অবিভাজ্য একতা দেখে হতবাক হয়েছি যা মানুষকে সহজাতভাবেই ভাইয়ে পরিণত করে।’