সরার আগেই সরতে হচ্ছে ট্রাম্পকে!

49

ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র দুই সপ্তাহ। তবে এই সময়টুকুও হয়তো পাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেশটির সংসদ ক্যাপিটল হিলে সমর্থকদের তান্ডবের পর সাংবিধানিকভাবে অযোগ্য হতে পারেন ট্রাম্প। এমনটি হলে এই কয়েকদিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বুধবার ক্যাপিটল-এ বিক্ষোভকারীরা ঢুকে পড়লে সেখানে জাতীয় নিরাপত্তা বাহিনী পাঠাতে চাননি ট্রাম্প। পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে সেখানে জাতীয় নিরাপত্তা বাহিনী প্রেরণ করেন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ‘ক্যাপিটল’ এ বিক্ষোভকারীদের ভয়াবহ তাÐবের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ জানুয়ারির আগেই পদ থেকে সরিয়ে দেয়া উচিত বলে মানছেন ট্রাম্পের নিজের দল রিপাবলিকান নেতারাই।
সিএনএনকে দেয়া রিপাবলিকান নেতাদের মধ্যে চারজন ২৫তম সংশোধনী ব্যবহারের আহŸান জানিয়েছেন এবং দুই জন ট্রাম্পকে অভিশংসনের কথা জানিয়েছেন। বর্তমানে রিপাবলিকান নির্বাচিত এক কর্মকর্তা বলেছেন যে, তাকে (ট্রাম্পকে) অভিংশন ও সরিয়ে দিতে হবে। সাবেক এক সিনিয়র কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের মেয়াদ এত অল্প সময় থাকার পরও তার পদক্ষেপগুলো তাকে অপসারণের জন্য যথেষ্ট। ওই সাবেক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি এটি সিস্টেমের জন্য একটি বিশাল ধাক্কা। এরপরও কীভাবে আপনি এই প্রেসিডেন্টকে আরও দুই সপ্তাহের জন্য রাখবেন?’