সরফভাটায় এলাকাবাসীর সাথে পুলিশের মতবিনিময়

78

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সরফভাটার বিভিন্ন গ্রামে একাধিক সন্ত্রাসী গ্রুপের বেপরোয়া কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছেন সাধারণ মানুষ। স্থানীয় ও প্রবাসীদের কাছ থেকে বাধ্যতামূলক মাসিক চাঁদা আদায়, ডাকাতি, চুরি, গরু ছিনতাই, হামলা, মারধরসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে গ্রুপের একাধিক সন্ত্রাস। এরফলে দক্ষিণ সরফভাটা ও সিরিঙ্গা এলাকার অন্তত দেড়শ পরিবার নিজেদের বসতভিঠা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের মূলে রয়েছে সন্ত্রাসী তোফায়েল, ওসমান, গলাকাটা কামাল, জামাল, বাইল্যেসহ একাধিক সন্ত্রাসের নেতৃত্বে গড়া সন্ত্রাস দল। যাদের বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ডজনখানেক মামলা। এরা গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যায়। গত ২ আগস্ট আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের সাথে এলাকাবাসীর মতবিনিময়কালে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. মাহবুব মিল্কী। মো. হাছানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নুরুল ইসলাম তালুকদার, খাইরুজ্জামান মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, আবদুর সবুর, জাফর তালুকদার, আজিম, মো. ফারুক, মো. সেলিম, মো. আনছার, জামাল উদ্দিন, মো. সেলিম, রহমত উল্লাহ, মো. সাকিব, মো. আরিফ প্রমুখ। স্থানীয়রা জানান, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাÐের কারণে এলাকার মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। জনস্বার্থে এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি পুলিশ ক্যাম্প স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এলাকার জনসাধারণ। এ বিষয়ে ওসি মো. মাহবুব মিল্কী বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। সরফভাটায় সক্রিয় সন্ত্রাসী গ্রুপের নির্মূলে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ আরও বেশি তৎপর ভূমিকা রাখবে। এক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। এলাকায় পুলিশি টহল জোরদারসহ পুলিশ ক্যাম্প স্থাপনে উর্ধ্বতন মহলের কাছে জানানো হবে বলে তিনি জানান।