সরফভাটায় উইনার তরুণ সমাজের শিক্ষাসামগ্রী বিতরণ

53

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন উইনার তরুন সমাজের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠান গত ১৫ ফেব্রূয়ারি শেষ হয়েছে। সমাপনী দিন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সরফভাটা হযরত কাজী আবদুল হামিদ শাহ (রহ.) ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ হারুন। প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওযামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার, মুহাম্মদ আতাউর রহিম, মোজাহেরুল ইসলাম, ওসমান গণি, নূর মোহাম্মদ বাহদুর, আবদুল সবুর রাজু, শওকতুল ইসলাম, পারভেজ হোসেন, খোরশেদ আলম সুজন, আহসান হাবিব, কামাল উদ্দিন, মোবারক আলী, নুরুল আবছার, মাহবুবুল আলম সিকদার, মো. জামাল উদ্দিন, দেলোয়ার হোসাইন, সোহেল আরমান প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়। এরআগে কর্মসূচির প্রথম দিন বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা সেবার পাশাপাশি ডায়াবেটিস ও ব্লাড গ্রূপ নির্ণয় করা হয়।