সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে : ভূমিমন্ত্রী

18

আনোয়ারা প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। আনোয়ারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা বিতাড়িত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তিতে বসবাস ও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে অসাম্প্রদায়িক চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে আনোয়ারা সদর ইউনিয়নের জয়কালী বাজার সংলগ্ন নবনির্মিত মন্দির উদ্বোধন, ধর্মসভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের প্রতিষ্ঠাতা এবং ফনিভূষণ-আশালতা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক চন্দন বিশ্বাস। আনোয়ারা রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মিলন সেন ও আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক অনুপম চক্রবর্তী বাবুর যৌথ সঞ্চালনায় এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের এএসপি কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট ইমরান হোসেন বাবু, ব্যবসায়ী পলাশ বিশ্বাস, প্রিয় রঞ্জন দাশ, অঘোর কুমার সিংহ, বিকাশ দত্ত প্রমুখ।এর পূর্বে ভূমিমন্ত্রী আনোয়ারা সদরের বিলপুর কাদেরিয়া চিশতীয়া জামে মসজিদে জুমার নামাজ ও হাইলধরে তাঁর পিতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত করেন। এসময় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।