সরকার কৃষকের মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে

16

দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বি ইউনিট আওয়ামী লীগের ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে সম্প্রতি সার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এমরানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর আলহাজ্ব এম শফিউল আজিম, সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য জাফর আলম চৌধুরী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাফিজ, ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, মো: মঈন উদ্দিন, আলহাজ সামশুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা আবদুর রহমান, এস এম দিদার, জিয়া আমানত নয়ন, আবদুর রহমান, তানভীর আহমেদ চৌধুরী, আবদুল ওয়াজেদ, মো. নাজিম উদ্দিন, এম এ হান্নান, মো. ফোরকান, মো. জাকের, আহমদ নূর, লোকমান হাকিম, শাহেদ নেওয়াজ, এনাম বাদশা, মো. রাশেদ, ঝুলন দে, শিমুল দে, মো. তৈয়ব, মো. কাজল, আবদুল হালিম প্রমুখ। আলোচনা সভা শেষে গরীব কৃষকদের মাঝে সার ও নগদ অর্থ প্রদান করা হয়।