সরকারি স্কুলে ভাই-বোনকে ভর্তি ৫ শতাংশ আসনে

28

 

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালায় কিছুটা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরুর শ্রেণি (এন্ট্রি শ্রেণি) থেকে অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসনে অধ্যয়নরত শিক্ষার্থীর ভাই-বোনদের ভর্তি করা যাবে; অর্থাৎ কোনো শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তি হয়ে থাকলে বা অধ্যয়নরত থাকলে তার সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোনদের মধ্যে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত আসনের বাইরেও ৫ শতাংশ আসনে ভর্তি করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি সংশোধন করেছে। সংশোধিত নীতিমালায় আগের নীতিমালার বিষয়টি রেখে তার সঙ্গে যুক্ত করা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসনে আবেদনকারী ভাই-বোনের মধ্যে থেকে ভর্তি করাতে পারবে। তবে আবেদনের সংখ্যা বেশি হলে ভর্তি কমিটি লটারির মাধ্যমে এই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে পারবে। আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার সফটওয়্যারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলেও সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে।