সরকারি প্রাথমিকের পাশে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নয়

23

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে যাতে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠে সে বিষয়ে নজরদারি করতে থানা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এই নির্দেশনা দিয়েছেন। এটি গতকাল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে সমমানের কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি। সংসদীয় কমিটির ওই সুপারিশের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা জারি করে। খবর বাংলা ট্রিবিউনের
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে বিগত সময় প্রাথমিক বিদ্যালয় এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে কিন্ডার গার্টেন, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে, এসব প্রতিষ্ঠানে ঠিকমতো সরকারি কারিকুলাম অনুসরণ করা হয় না এবং অপ্রয়োজনীয় এক গাদা বই চাপিয়ে দেওয়া হয় যা শিক্ষার্থীদের ওপরে চাপ সৃষ্টি করে।