সরকারি কর্মকর্তাদের সাথে সেনাজোনের মতবিনিময়

4

লংগদু প্রতিনিধি

লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল খায়রুল ইসলাম পিএসসি বলেছেন, উন্নত বাংলাদেশ পেতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তার জন্য সবার আগে প্রয়োজন শিক্ষার অগ্রগতি। শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। উন্নয়নের কাজ করতে হলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহবান তিনি। সম্প্রতি রাঙামাটির লংগদু সেনাজোন (২১ বীর) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জোন কমান্ডার লে. কর্ণেল খায়রুল ইসলাম পিএসসি এসব কথা বলেন। লংগদু সেনাজোনের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জোনের ক্যাপ্টেন ইহসানুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদায়ী লংগদু সেনা জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল হিমেল মিয়া, উপ অধিনায়ক রিয়াজ আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান প্রমুখ।