সরকারহাট সরকারি সম্পত্তি কতিপয় ভূমিদস্যু কর্তৃক দখল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রসঙ্গে

71

উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মির্জাপুর সরকারহাট বাজার সুপ্রাচীনতম স্থান। বর্তমান সময়ে জনবসতি এলাকা হওয়ার কারণে উচ্চমূল্যে জায়গা জমি বিক্রি হচ্ছে। এ সুযোগে কতিপয় চিহ্নিত ভূমিদস্যুরা সিন্ডিকেট করে সরকারি বেসরকারি জায়গা জমি অবৈধ পন্থায় দখল করে উচ্চ দরে বিক্রি করে। এরা এতই ভয়ংকর, কেউ এদের এহেন কাজের প্রতিবাদ করলে তাদের জানমালের ক্ষতি সাধন করতে দ্বিধাবোধ করে না। কয়েক দফা উপজেলা প্রশাসন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিনের বেলা উদ্ধার করলেও রাতে সিন্ডিকেট আবার দোকান গৃহনির্মাণ করে সরকারি সম্পত্তি দখল করে থাকে। সরকারহাট বাজার পূর্বে এ সিন্ডিকেট অসহায় পরিবারগুলি সম্পত্তি ভুয়া দলিল সৃজন করে বিক্রি করে। কোন পরিবার প্রতিবাদ করলে একাধিক ভুয়া মামলাসহ দেশত্যাগে হুমকি দিয়ে থাকে প্রতিনিয়ত। কতিপয় প্রশাসনিক কর্মকর্তা আশ্রয়ে এরা এলাকার জনসাধারণকে জিম্মি করে রাখে। এরা এলাকার বিভিন্ন স্কুলে জায়গাও গৃহনির্মাণ করে দখল করে রেখেছে। এরা সন্ধ্যার পর অত্র এলাকাসহ আশেপাশে বিভিন্ন পুকুর ভরাটসহ অনৈতিক কর্মকান্ড সাধিত করে। এদের ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানো হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ইউএনও, সহকারী ভূমি অফিসার, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে মির্জাপুর সরকারহাট বাজার এলাকা চিহ্নিত ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি জানান।
এলাকাবাসীর পক্ষে
এম জালাল উদ্দিন, পঙ্কজ চৌধুরী, সুমন দে
সরকারহাট, মির্জাপুর, হাটহাজারী