সময় তোমাকে

41

 

সময় তোমাকে কী করে বলব শুনবে আমার কথা?
তুমি ভাবো শুধু নিজের কথাটি আছে তবে স্বাধীনতা।
কী হয় শুনলে আমার কথাটি আধটু একটু শোনো?
তুমি চল ঠিক করে টিক টিক শোনো না তো কক্ষনো।

এই যে আমিটা কতো অসহায় তুমি আছো ঘরে বলে,
এলার্ম বাজিয়ে সাড়া ফেলে দাও একটু না দেরি হলে।
ও ঘড়ি শোনো আমরাতো ছোটোরা দয়া করো ছোটোদের
সকালবেলায় চলো না আস্তে সারাদিন চলো ঢের।

আমার কথাটি রাখো যদি তুমি সকালে ঘুমোতে পারি
ও ঘড়ি তোমার পায়ে পরে বলি হও তুমি উপকারী।
কিন্তু ও ঘড়ি তুমি চলো ঠিক ঠিক
সময়ের বাঁশি বাজাচ্ছো টিক টিক।

মিনতি জানাই তোমার কাছেই অনুরোধ বারবার
শোনো ঘড়ি তুমি আমার কথাটি মনে রাখো একবার।