সময় অসম

51

ঘাসের জীবন, চাষের জীবন- জীবন পুরোহিত
কোথাও নেই বিশুদ্ধতার ধ্রঝপদী সংগীত
হাটের আলো, মাঠের আলো- ঘাটের আলো ক্ষয়ে
ছুঁঁচালো সব বিষাদনদী বুকেতে যায় বয়ে
সব নিভেছে, দাঁড়িয়ে আছে তুর্কি সাপের ফণা
ক্রুদ্ধ আকাশ, রুদ্ধ বাতাস- ভুলছে বচন খনা
রেশমী দিনের রশ্মি পেয়ে অসুর-শনি পা বাড়ালো
ধূসর-ছায়ায় পথটা নিজেই অন্ধকারে পথ হারালো