সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় মুসলিম নেতারা, বর্জন সৌদির

60

বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টিকারী মুসলিম ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য একটি সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জড়ো হয়েছেন ২০টি মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার রাতে অতিথিদের স্বাগত জানিয়ে আয়োজিত এক নৈশভোজের মাধ্যমে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কুয়ালামপুর সম্মেলনের জন্য কোনো এজেন্ডা ঘোষণা করা না হলেও এখানে মধ্যপ্রাচ্য ও কাশ্মীরের পুরনো বিরোধগুলো, সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধ, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের অবস্থা এবং শিংজিয়াংয়ের উইঘুর মুসলিমদের নিয়ে চীনের শিবির পরিচালনা করার মতো বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী ইসলামভীতি ছড়িয়ে পড়া রোধকল্পে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বব্যাপী মুসলিম ইস্যুগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও ইসলামের জন্মভূমি সৌদি আরব এ সম্মেলনে যোগ না দিয়ে সম্মেলন আয়োজনের নিন্দা করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ পাকিস্তানও কুয়ালালামপুর সম্মেলনে যোগ দিবে না বলে জানিয়েছে।