সম্মাননা পেলেন কক্সবাজারের সফল ১৫ নারী উদ্যোক্তা

18

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে নারী উদ্যোক্তাদের অন্যতম সংগঠন ‘গেøারিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ’। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের তারকামানের বে-বসতি রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বর্ষসেরা উদ্যোক্তা- গেøারিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ ২০২২-২০২৩ নির্বাচিত হয়েছেন কায়রা’স ফিউশনের স্বত্বাধিকারী নাসরিন সুলতানা এনি। এছাড়াও বর্ষসেরা উদ্যোক্তা (কক্সবাজার) নির্বাচিত হয়েছেন পোশাকের স্বত্বাধিকারী শাহানা চুমকি; বর্ষসেরা নবীন উদ্যোক্তা- গেøারিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ নির্বাচিত হয়েছেন কুকিসের স্বত্বাধিকারী তাসনোবা করিম; বর্ষসেরা সফল নবীন উদ্যোক্তা-গেøারিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ নির্বাচিত হয়েছেন পিউরের স্বত্বাধিকারী মোর্শেদা ডলি। বেস্ট সেইলর নির্বাচিত হয়েছেন হেমা বুটিকসের স্বত্বাধিকারী হেমা বড়ুয়া এবং বর্ষসেরা রাঁধুনি রসনা বিলাস ট্রাস্ট্রের ফাইজা জাফর।
এছাড়াও আয়েশা সিদ্দিকা কুসুম (স্বত্বাধিকারী, বিউটিফুল লেডিস অনলাইন শপ), রিজুয়ানা কবির চৌধুরী রিমা (স্বত্বাধিকারী, রিমা’স ফুড ক্রিয়েশন), রিয়া চৌধুরী (স্বত্বাধিকারী, রিয়া কসমেটিকস), ইয়াসমিন আক্তার (স্বত্বাধিকারী, তাওয়াজ্জু বুটিকস), রওনক আরা (স্বত্বাধিকারী, রওনক কুক’স আর্ট), ইফরাত ইরা (স্বত্বাধিকারী, কায়নাত’স স্পার্কাল মেকওভার স্টুডিও), তাসনোবা করিম (স্বত্বাধিকারী, কুকিজ), তাজরিয়ান পারুল (স্বত্বাধিকারী, তাজরিয়ান ফ্যাশন অ্যান্ড ডিজাইন), সেলিনা হক (স্বত্বাধিকারী, স্বপ্নের সিঁড়ি), রাহেলা সিদ্দিকী খুশবুকে (স্বত্বাধিকারী, বেকারি হেভেন) বিশেষ সম্মাননা প্রধান করা হয়েছে। আজীবন সম্মাননা দেওয়া হয় সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গেøারিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরীন জাহান ইফতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্দেশ চৌধুরী খোকা ও জাকিয়া সুলতানা আলো।