সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

19

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ :
সা¤প্রদায়িক সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জামায়াত-বিএনপি-মৌলবাদী অপচেষ্টার বিরুদ্ধে সম্প্রতি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত। শোভাযাত্রাটি চট্টগ্রাম পলিটেকনিক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেক্সটাইল মোড়ে এক সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ইকরামুল করিমের সভাপতিত্বে ও ছাত্র সংসদের জিএস শাহাদাত হোসেন ওমরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি বেলাল উদ্দীন, মহানগর ছাত্রলীগ নেতা ইমন সরকার, মহানগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী, মহিউল আলম চৌধুরী, ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন মহিন, নুরুল আনোয়ার।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে- ঠিক তখনই একাত্তরের পরাজিত অপশক্তি তাদের দেশি-বিদেশি দোসরদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনলয় ও বাড়িঘরে হামলা করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে এই সকল উগ্রবাদী উপশক্তি রুখে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা মাকমুদুল হাসান সুজন, শেখ রাকেশ উদ্দীন, শাহরিয়ার সালাম বাবু, শাহাদাত হোসেন শুভ, চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কাউসার, ছাত্র সংসদের এজিএস আরমান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
দক্ষিণ জেলা কৃষক লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে শান্তি ও স¤প্রীতি র‌্যালি সংগঠনের জেলার সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, সৈয়দ নুরুল আবছার, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সম্পাদক মন্ডলীর সদস্য আসিফ ইকবাল, নোয়াব আলী, কৃষকলীগনেতা মো. ফরিদ, নাজিম উদ্দীন, মো. রায়হান তালুকদার, মো. কায়সার হামিদ প্রমুখ।
লালখান বাজার ওয়ার্র্ড যুবলীগ :
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও লালখান বাজার ওয়ার্র্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সনত বড়ুয়ার নেতৃত্বে একটি সম্প্রদায়িক সন্ত্রাবাদবিরোধী শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি ওয়াসা মোড় থেকে লালখান বাজার মোড় হয়ে আন্দরকিল্লা জে এম সেন হল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভায় সনত বড়ুয়া বলেন, দেশের যেকোন দুঃসময়ে বরাবরের মতন আজও যুবলীগ রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। কোন সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করতে চাইলে তাকে রাজপথেই প্রতিহত করা হবে। ওয়ার্ড যুবলীগ নেতা পূজন লোধের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা কায়সার আহমেদ রাজু, ইমরান আহমেদ শাওন, সেফায়েত আলী ওয়াসিম, মো. সুমন, অশ্রু ফরাজী, বাবর, কবির, রুবেল, আবিদ, অভি সেন, আতিকুর রহমান, সজীব, হৃদয়, মো ইমরান খান, সিফাত, আকবর, ইমন, আইমান, দুর্জয় দাস, প্রান্ত চৌধুরী, বাপ্পি, কমল, রানা, হৃদয়, তারেক, মারুফ, জিতু, শ্রীকান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি