‘সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করতে হবে’

25

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফেনী জেলা সম্মেলনে অতিথিবৃন্দ বলেন, সম্প্রীতি বজায় রাখতে হলে সকল ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে। বাগীশিক ফেনী জেলা সম্মেলন গত ৬ মে জয়কালী মন্দিরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১ম পর্বে ফেনী জেলা সভাপতি প্রকৌশলী নির্মল মজুমদারের সভাপতিত্বে ও হিমাংশু মজুমদারের সঞ্চালনায় গীতা শিক্ষার্থীদের গীতা পাঠের মধ্য দিয়ে উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আহব্বায়ক কমিটির সদস্য ডা. অঞ্জন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক রবিন সাহা। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক নোয়াখালী সংসদের সভাপতি পূর্ণেন্দু শেখর পাল, সাধারণ সম্পাদক এডভোকেট পাপ্পু সাহা, ফেনী জয়কালী মন্দির কমিটির সভাপতি বিরাজ কান্তি মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জি. তপন কান্তি দাশ, বাঁশপাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি অরুণ দত্ত, জগন্নাথ মন্দির কমিটির অর্জুন মজুমদার, বাগীশিক ফেনী জেলা সংসদের প্রধান উপদেষ্টা বিপ্লব বণিক, প্রধান পৃষ্ঠপোষক প্রবীর কর্মকার। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ২ হাজার কপি গীতা এবং ৬০ টি গীতা স্কুলের শিক্ষকদের জন্য মাসিক সম্মানির ঘোষণা দেন। ২য় পর্বে দিলীপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার সভাপতি ও শ্রী রবিন চন্দ্র সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি