সম্প্রীতির বন্ধন চির অটুট রেখে স্বদেশ গড়তে হবে

21

 

অতীশ দীপঙ্কর পিস ট্রাস্ট বাংলাদেশ ও রিলেজিয়াস এন্ড ট্রাডিশন্যাল পিস মেকার্স বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের ৫০ বছর উদ্যাপন, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের মাসে শান্তি প্রণেতাগণের সংলাপ শান্তিময় ও অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণ এ আমাদের অর্জন ও করণীয় শীর্ষক সভা সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের সুলততান আহমদ হল মিলনায়তনে অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অন্ষুদের সাবেক ডীন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। সংগঠনের প্রধান সমন্বয়কারী প্রণব রাজ বড়ুয়ার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সনত কুমার বড়ুয়া। আলোচক ছিলেন একুশে পদপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, রেবতী মোহন নাথ, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অসাই ত্রিপুরা, এনা স্যামসেন, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, মিঠুল দাশগুপ্ত, মিথুন বড়ুূয়া, অজিত কুমার আইচ, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম, ডাঃ দুলাল কান্তি নাথ, হাসান মোঃ রিপন, সঞ্চিতা বড়ুয়া, ফাতেমা আকতার, সনাতন চক্রবর্তী বিজয়, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, রেবা বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন শান্তিময়, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনায় প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বক্তারা বলেন বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আরো বেশি পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে। সম্প্রতির বন্ধন চির অটুট রেখে প্রিয় বাংলাদেশকে অভিষ্ঠ লক্ষে এগিয়ে নিয়ে যেতে হবে।