সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরব-চীন

5

সৌদির আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীন সব সময় আন্তরিক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি ও চীনের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রয়োজন মনে করেন তিনি। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এমন কথা বলেন ওয়াং-ই। রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে ফোনালাপ হয়। ওয়াং ই বলেন, চীন বরাবরই সৌদি আরবের স্থিতিশীল বন্ধু ও অংশীদার রাষ্ট্র। রিয়াদের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় বেইজিং। তিনি আরও বলেন, সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ এবং ‘সবুজ মধ্যপ্রাচ্য’-সহ বিভিন্ন উদ্যোগে সমর্থন দেবে বেইজিং। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কূটনীতির ক্ষেত্রে সৌদির সঙ্গে সম্পর্কে অগ্রাধিকার দিয়েছে চীন’।
এদিকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বলেন, সৌদি আরব ও চীনের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। বিদেশি শক্তি সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের প্রতিবাদ জানানোয় চীনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যে কোনও হস্তক্ষেপের বিরোধিতা করবে সৌদি’।