সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা প্রশাসক

7

 

উৎসবমুখর পরিবেশে ভাবগাম্ভীর্য্যরে সাথে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমাজের যারা অসচ্ছল তাদের মাঝে পূজা পরিষদের বস্ত্র বিতরণ একটি মহতী উদ্যোগ। শারদীয় দুর্গোৎসব উদযাপনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তাকে ছাড় দেওয়া হবে না। ১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা সভাপতি শ্যামল কুমার পালিত ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন। বক্তব্য দেন দিলীপ কুমার মজুমদার, নারায়ণ কান্তি চৌধুরী, প্রকৌ. প্রবীর সেন, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, চন্দন বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন- বিপুল কান্তি দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, দোলন মজুমদার, রিমন মুহুরী, অমিত লালা, বিকাশ মজুমদার, নিউটন সরকার, মাস্টার অশোক নাথ, কাজল শীল, রণজিৎ শীল, রূপক শীল, নিপু মালাকার, জিৎ কর, রিপন সিং, প্রদীপ দে প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৩৫০ জন নারী-পুরুষকে শারদীয় বস্ত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি