সমৃদ্ধ দেশ গঠনে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই

11

সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের উদ্যোগে ‘দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম ব্যবস্থাপনা’ শীর্ষক পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৪ অক্টোবর শেষ হয়েছে। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এতে প্রধান অতিথি ছিলেন। সমাজসেবা অধিদফতরের পরিচালক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল পাশা ভূঁইয়া, জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ওয়াহিদুল আলম, শাহনাজ পারভীন, ইউনিয়ন ও পৌর সমাজকর্মীদের মধ্যে আব্দুল মন্নান, মাহবুবুর উল আরেফিন, আশরাফি হক মৃধা প্রমুখ।
গত ১০ অক্টোবর নগরীর মুরাদপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৩০ জন ইউনিয়ন ও পৌর সমাজকর্মী অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি বলেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই। আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম সেই লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগোষ্ঠীর সেবার মান নিশ্চিত করা সকলের দায়িত্ব। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের উদাত্ত আহব্বান জানান। ভবিষৎ সমাজসেবা অধিদফতরের সকল কাজে তার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি