সমৃদ্ধ দেশ গঠনে চাই দক্ষ নেতৃত্ব

0

মনুষ্যত্ববোধ সম্পন্ন নেতৃত্বের বিকাশ, সঠিক ও পর্যাপ্ত জ্ঞান অনুসন্ধানের মাধ্যমে আদর্শ সমাজ গড়া সম্ভব। মেধা, মনন, প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, দক্ষতা বৃদ্ধি, প্রাযুক্তিক উৎকর্ষতা প্রভৃতির মাধ্যমে সঠিক নেতৃত্ব সৃষ্টি অপরিহার্য। কারিতাস, চট্টগ্রাম অঞ্চলের স্মাইল প্রকল্পের আওতায় নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কারিতাস, চট্টগ্রাম’র আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ উপরোক্ত মন্তব্য করেন। গত ১৯ অক্টোবর কারিতাস’র কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন স্মাইল প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী। কর্মশালার প্রশিক্ষক ছিলেন, নাট্যজন ও উন্নয়নকর্মী জুবাইদুর রশিদ, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় নগরীর বিভিন্ন অঞ্চলের তরুণরা অংশগ্রহণ করেন।