সমাজ উন্নয়নে নারীরা অগ্রণী ভূমিকা রাখছে

43

নগরীর জামালখানে রয়েল অর্কিড হলে লাভলী লেডিস গ্রুপের ৩দিন ব্যাপী ঈদ মেলার দ্বিতীয় দিন সোমবার হিজাব সুন্দরীর প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে মহনগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহি উদ্দিন বলেছেন, ‘নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষদের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে সমাজ উন্নয়নে অগ্রহী ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, রপ নয় গুণেই নারীদের প্রতিভা বিকশিত হয়। হিজাব সুন্দরীরা তাদের প্রগতিশীল কর্মকান্ডের মাধ্যমে সমাজের আইডল হিসেবে নিজেদের পরিচালিত করবেন। রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইলিয়াছ রিপনের পরিচালনায় লাভলী লেডিস গ্রুপের প্রেসিডেন্ট রুবায়াত ইয়াছমিন রুপা ও সেক্রেটারী লুৎপুন্নেছা রুমপার সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর নিলু নাগ, কাউন্সিলর শৈবাল দাস সুমন, অনুষ্ঠান সমন্বয়কারী ইফতেখার ইমু, বিজয় -৭১ এর সভাপতি জসীম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কণ্ঠশিল্পী রুপা রোজারিন। হিজাব সুন্দরী প্রতিযোগিতায় তানিজ ফাতেমা প্রথম, সাবরিনা সাবা দ্বিতীয় ও নিলুফার নিলু তৃতীয় স্থান অর্জন করেন। প্রসঙ্গত লাভলী লেডিস ঈদ মেলায় দেশী, বিদেশী পোশক নিয়ে চট্টগ্রামের নারী উদ্যোক্তারা পন্য নিয়ে পসরা সাজিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজন চলবে। মেলা শেষ হবে ১৬ জুলাই। বিজ্ঞপ্তি