সমাজ উন্নয়নে অসামান্য অবদান অর্জনকারী নারী

42

পাইংম্রাউ মার্মা
পিতা: মন্টু মার্মা, মা: ম্র্রাবু চিং মার্মা
লেমুঝিড়ি আগাপাড়া, ৩৩৭নং বালাঘাটা মৌজা,
বান্দরবান সদর ইউনিয়ন, বান্দরবান পার্বত্য জেলা

৫ ভাই বোনের মধ্যে তিনি মা-বাবার প্রথম সন্তান। মা ছিলেন কর্মঠ নারী। জমিতে চাষ করার পাশাপাশি শাক-সব্জি চাষ করে, কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। ২০০২ সালে দূর্ঘটনায় তার মাকে একটি হাত হারাতে হয় ফলে এসএসসির পর তার বিয়ে হয়ে যায়। সংসার জীবনে লেখাপড়া করতে না পেরে সেলাই, এমব্রয়ডারীতে প্রশিক্ষণ নেন। পাশাপাশি এনজিওর কাজে জড়িত ছিলেন। এনজিওর কাজে বিভিন্ন গ্রামে যাওয়া আসা হতো। সমাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০১৬ সালে এলাকার জনগণের সহযোগিতায় ৩নং সদর ইউনিয়নে ৪, ৫, ৬ নং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন। বর্তমান সরকারের অধীনে দেশের যেভাবে উন্নয়ন হচ্ছে সেই প্রেক্ষিতে দূর্গম বান্দরবান সদর ইউনিয়নে অনেকগুলো গ্রামে-গঞ্জে উন্নয়ন হচ্ছে। সমাজের উন্নয়নের জন্য পাড়ায় গিয়ে সবার অভাব, অভিযোগ শুনার চেষ্টা করেন এবং সাধ্য মতো মহিলাদের উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সরকারী ও বেসরকারী কাজে দাবী করেন এবং মহিলাদের সুযোগ সৃষ্টি করে দেন। মহিলাদের উন্নয়নের সামাজিক ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে তিনি সব সময় সচেষ্ট থাকেন।