সমাজে অনাচার রোধ করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই

62

নগরীর আগ্রাবাদ ছোটপুলস্থ গীতা গবেষণা কেন্দ্র ‘গীতায়ণ’ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ১৫ ও ১৬ ডিসেম্বর রেণুমোহন কুঞ্জে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- গীতাপাঠ, গীতা প্রতিযোগিতা, ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস কীর্ত্তন, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, প্রসাদ বিতরণ। উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক তপন কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। স্বাগত বক্তব্য রাখেন গীতায়ণ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। বিশেষ অতিথি ছিলেন গীতায়ণ’র প্রধান উপদেষ্টা ডা. সি.এস দাশ ও প্রতিষ্ঠাতা সভাপতি অনিল কুমার শীল। সংগঠক ঝন্টু শীলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডা. এস.এল মজুমদার, অরুণ কান্তি দে, রানা শীল, নির্ঝর শীল অপু, সজীব শর্মা, নিঠু দাশ, বাদল কর্মকার, বিশ্বজিৎ শীল, সুভাষ শীল, মিশু শীল প্রমুখ। বিজ্ঞপ্তি