সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

13

চট্টগ্রাম বিভাগের প্রায় ২০টি প্রতিষ্ঠানের সাড়ে সাতশ’ শিশুর অংশ গ্রহণে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দু’দিনব্যাপী অনুষ্ঠানে পৃথক ৫৭টি ইভেন্টে প্রায় ৩ শ’ প্রতিযোগী অংশ নেন। রবিবার নগরীর রৌউফাবাদ সমাজসেবা কমপ্লেক্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় প্রতিযোগিতা। এর আগে গত শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ম. মাহামুদ উল্লাহ মারুফ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান। প্রধান অতিথির বক্তব্যে প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার সমাজকল্যাণবান্ধব। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিবিধ কল্যাণমূলক কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে। বিশেষ করে সমাজের এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু লালন পালনে এ অধিদপ্তরের ভূমিকা অনন্য। স্বাগত বক্তব্যে সমাজ সেবার বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর একটি বহুমুখী কর্মসূচি সমৃদ্ধ দপ্তর। এ দপ্তরের আওতায় সমগ্র দেশে প্রায় ৫৪টি কর্মসূচি পরিচালিত হচ্ছে। সমাজক্যাণমূলক অধিদপ্তরের অন্যতম কার্মসূচি শিশু সুরক্ষা কার্যক্রম।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম ও চট্টগ্রাম বিভাগের সকল উপ-পরিচালক, সহকারী পরিচালক ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি