সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার ক্ষোভ ও নিন্দা

8

 

পোর্ট কলোনি এলাকায় গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় খালার বাসায় যাওয়ার সময় ৭ বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। ১৮ সেপ্টেম্বর
সকালে সেই শিশুর লাশ পাওয়া যায় পোর্ট কলোনির ৮ নম্বর সড়কে। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখা। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক জোবাইর বীণা ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম এক যুক্ত বিবৃতিতে বলেন, বর্তমান শাসনব্যবস্থা আজ নারীদের তথা সকল নাগরিকের জন্য অনিরাপদ এক দেশ তৈরি করেছে। যেখান থেকে নিরাপদ নয় একটি ৭ বছরের শিশুও। এই ঘটনাকে আমরা কোনো আকস্মিক ঘটনা হিসেবে দেখছি না। দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির যেই ধারাবাহিকতা, বিচারের দীর্ঘসূত্রিতা ও ঘটনাগুলোর সাথে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের ফলই হচ্ছে চট্টগ্রামের এই ঘটনা। এমনকি এই ঘটনার সাথে জড়িত অপরাধীকেও এখনো পর্যন্ত পুলিশ শনাক্ত করতে পারেনি। চট্টগ্রাম পোর্ট কলোনি এলাকায় ২৫-৩০টি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত হলেও প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এতদিন। আজ তার বলি হয়েছে এই ৭ বছরের শিশুটি। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি