সমষ্টিগত কাজে সফলতা আসবেই : চসিক মেয়র

47

সমষ্টিগতভাবে করা যে কোন কাজে সফলতা আসবেই। সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০১৯-২১) অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন। গত শুক্রবার নগরীর স্টেশন রোডে একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি লায়ন ওসমান ফারুকী হিমাদ্রী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা চবি অধ্যাপক মো. রেজাউল করিম, মানবাধিকার নেতা মো. জাহাঙ্গীর আলম, লায়ন মোহাম্মদ ইব্রাহীম, সংগঠক রুবেল আহমেদ বাবু, ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ।
পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরিফ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মেহেবুব আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি লায়ন নবাব হোসেন মুন্না। বক্তব্য দেন সাবেক সভাপতি মোহাম্মদ এহসান, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা আজাদ পলাশ, প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার মুহাম্মদ হালিম, নব নির্বাচিত যুগ্ম সম্পাদক বখতেয়ার হোসেন, দপ্তর সম্পাদক এম এ জলিল, প্রচার সম্পাদক নূর তালুকদার মুন্না, সামাজিক সংগঠন ঐকতান এর শাহেদুল ইসলাম, প্রতিজ্ঞা সংঘ এর সাধারণ সম্পাদক জাহিদ তানসির, দিশারী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর ইমাম হোসেন, অন্য রকম বাংলাদেশ এর মোমিনুল ইসলাম, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশনের লায়ন আনোয়ারুল আজীম, আলো দেখাবোই এর মুনীর হোসাইন, ময়ুরাক্ষী’র ইলিয়াছ সুমন, স্বপন ও আগামী’র জামিউল ইসলাম মামুন, সানরাইজ বøাড ডোনার্স এর হিরু জান্নাত সাথী, নিবেদিত প্রাণ এর সৈকত পালিত, স্বপ্নদূত এর মিনহাজ, অভিযাত্রীক এর আরাফাত মুহিব, ফুটন্ত কিশোর সংঘ’র আবু তৈয়ব বাপ্পী। উপস্থিত ছিলেন বর্ণমালার হাট এর সঞ্জয় আচার্য্য, মনোরমা প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রে’র পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি চসিক মেয়র নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং সম্মিলিত সামাজিক পরিষদকে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি