সমম্বিত উদ্যোগে পরিকল্পিত নগর গড়ে তুলতে চাই

71

সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারাই পিতা মাতার প্রকৃত স্বার্থকতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। গত শনিবার সকালে ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ প্রসঙ্গে তিনি উপমা তুলে ধরে বলেন, দিগি¦জয়ী আলেকজেন্ডার মাত্র একত্রিশ বয়সে দুরারোগ্য ব্যাধিতে মারা যান। মৃত্যুর প্রাক্কালে তিনি স্বজন ও সহচরদের বলেন, তাকে যেন কোন ডাক্তার না দেখানো হয় আর মৃত্যুর পর তাকে দাফনে নেওয়ার সময় যেন তার সঞ্চিত ধন দৌলত পথে পথে ছিটিয়ে দেয়া হয় এবং তার খালি দু’হাত কাপনের বাইরে ঝুলিয়ে রাখা হয়। এতে মানুষ জানবে মৃত্যু আসলে কোন ডাক্তারই কিছু করতে পারবেনা। মৃত্যুর পর অর্জিত সম্পদের সবকিছু ফেলে খালি হাতেই যেতে হয়। তিনি আরো বলেন, আমার ৫৩ বছরের রাজনৈতিক জীবনে অনেক সুযোগ থাকা সত্বেও কখনো আমাকে কোন প্রকার লোভ লালসা স্পর্শ করতে পারেনি। আমার পারিবারিক ধন, সম্পদ, জৌলুসও আমাকে কখনো আয়েশি করে তুলতে পারেনি। দেশের জন্য, দেশের মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিরন্তর সংগ্রাম করে গেছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় আমার নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে বৃহত্তর পরিসরে চট্টগ্রাম নগরবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। এ সুযোগ কাজে লাগাতে আপনাদের ভোট ও দোয়া চাই। মেয়র নির্বাচিত হলে আমি সবসময় সর্বস্তরের মানুষের জন্য কর্পোরেশনের দুয়ার খোলা রাখব। সকলের মতামতের সমম্বয় সাধন করে একটি পরিকল্পিত নগর গড়ে তোলার কাজ করে যাব। মাদ্রাসার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্ এর সভাপতিত্বে উপাধক্ষ্য কাজী মুহাম্মদ মুফিজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. শামসুল আলম, সাবেক কাউন্সিলর ও ওয়াছিয়া আহমদিয়া এতিমখানার সহ-সভাপতি হাছান লিটন, ওয়াছিয়া এতিম খানান সেক্রেটারী হাজী এয়ার মোহাম্মদ। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাসুম চৌধুরী, আবদুর রশিদ ডিলার, মুসা সওদাগর, আবুল বশর সওদাগর, বদরুল আলম, আবু তাহের, মো. আবু তৈয়ব, রেজাউল করিম, ইসমাইল, আমিরুল ইসলাম, মুনিরুল হাসান, ইফফাৎ জাহান, চেমন আরা বেগম, আবদুল করিম, আবুল হোসাইন, নজরুল ইসলাম, হাসান ইমাম, আবদুল বারী, হাফেজ নুরুল আলম, মুহাম্মদ আবদুল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কুরআনুল কারীম পাঠ করেন শিক্ষার্থী ইমন, নাতে রাসুল পাঠ করেন রিয়াদ বাদশ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আরাফাত ও তার দল। বিজ্ঞপ্তি