‘সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর’

9

মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, বর্তমান সরকার সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। দ্বিশত বছরের প্রাচীন এ বারুণী উৎসব চট্টগ্রামে সাম্যের বার্তা ছড়াচ্ছে। চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামীতে বারুণী স্নান উৎসব আরো জমজমাট হবে। উৎসবের নির্দিষ্ট স্থান চিহ্নিত করে উদ্যাপন পরিষদের অনুকূলে স্থায়ী অনুমোদন দিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহŸান জানান।
নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে দুই দিনব্যাপী রানী রাসমনি বারুণী স্নান ঘাটে ভক্তদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারুণী স্নান উদযাপন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি দেবনাথ। সাধারণ সম্পাদক মিলন দাশের পরিচালনায় উপস্থিত ছিলেন সুরথ কুমার চৌধুরী, নেছার আহম্মেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, সুভাষ ধর, সদানন্দ ভট্টাচার্য, বাবুল দেবনাথ, বাবুল নাথ, অলক দাশ, ঝন্টু নাথ, পিকলু চৌধুরী, ল²ণ, মিনু রানী দেবী, ডা. সুমন তালুকদার, বাবুল দাশ, লিটন দাশ, রঞ্জিত নাথ, লিখন দেবনাথ, সুধীর দাশ, রাজিব ধর, জনি শীল শিবু, অর্জূন, মিলন দাশ, সাজিব, সৌরভ, সবুজ প্রমুখ। বিজ্ঞপ্তি