সবুজ পৃথিবী গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

28

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে দুই দিনব্যাপি গাছের চারা বিতরন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান গত ২৯ শে জুন চট্টগ্রাম র‌্যাডিসন বøু সংলগ্ন নার্সারি প্রাঙ্গনে সংগঠনের সভাপতি সৈয়দ আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চন্দনাইশের ৩০টি সামাজিক সংগঠনকে গাছের চারা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে যোগদান করেন গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি লোকমান হাকিম, চন্দনাইশ ছাত্র সমিতির প্রতিষ্টাতা নোমান উল্লাহ বাহার, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, আলহাজ্ব কালা মিয়া ফাউন্ডেশনের সভাপতি ইদ্রিস সওদাগর, চন্দনাইশ ছাত্র সমিতি’র সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুল মন্নান হৃদয়, যুগ্ন-সম্পাদক এ.কে.এম নাঈম উদ্দিন সায়েম, জাহেদুল ইসলাম, এনাম হোসেন হিরু, মো: ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক তৌফিক জোহাদী, মোঃ নোমান উদ্দিন, সৈয়দ মোহাম্মদ তায়সির, ইলিয়াস আহমেদ, সাইফুল আলম তুষার প্রমুখ।
এই সময় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, সুস্থ পরিবেশে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপন প্রয়োজন। সবুজায়িত চন্দনাইশ গড়তে চন্দনাইশ ছাত্র সমিতির প্রয়াস অতুলনীয়। সকলকে পরিবেশ সুরক্ষায় গাছের চারা রোপণ ও পরিচর্যায় সমভাবে মনোনিবেশ করতে হবে।
শেখ টিপু চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে বৃক্ষরোপন ও পরিচর্যার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উদ্বোধনী পর্ব শেষে কাঞ্চনাবাদ, হাশিমপুর, দোহাজারি, ধোপাছড়ি, বৈলতলি, সাতবাড়িয়া, চন্দনাইশ পৌরসভা, বরকল, বরমাসহ প্রত্যন্ত অঞ্চলে গাছের চারা পৌঁছে দেওয়া হয়।