সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে : তামিম

16

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তাও ছোটখাটো ব্যবধানে হার নয়। ৯১ রানের বিশাল ব্যবধানে হেরেছে তামিম ইকবালের দল। শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, সিরিজে ভালো কিছু করতে হলে সবাইকে দায়িত্ব নিতে খেলতে হবে।
এদিন ইনিংসের প্রথম ওভারেই আউট হন তামিম ইকবাল। ৫ বলে শূন্য রান করেন তিনি। মালিঙ্গার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। নিজের আউট নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমি অজুহাত দেখাতে চাই না। আমি যেভাবে আউট হয়েছি সেটা ছিল দুর্ভাগ্য। স¤প্রতি সময়ে প্রায় ম্যাচেই আমি এভাবে আউট হচ্ছি। বিষয়টি নিয়ে আমাকে কাজ করতে হবে। আমাকে ভালো খেলতে হবে।’
এদিন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা তার বিদায়ী ম্যাচে তিনটি উইকেট শিকার করেন। মালিঙ্গাকে নিয়ে তামিম বলেন, ‘সবাই জানত যে, মালিঙ্গা তার ইয়র্কার অস্ত্র ব্যবহার করবে। কিন্তু এমন কিছু ডেলিভারি আছে যা নিয়ে আপনি কিছু করতে পারেন না। আপনি যদি আমার আউটটা দেখেন, শেষ মুহূর্তে বল টার্ন করেছে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। তৃতীয় বলটি আমি ভালোভাবে মোকাবেলা করেছি। কিন্তু বলটি আমার জন্য অনেক ভালো ছিল।’
এদিন প্রথমে ব্যাট করে ৩১৪ রান করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের রান আরো বেশি হতে পারতো। কিন্তু ডেথ ওভারে বাংলাদেশ ভালো বল করায় তুলনামূলক কম রানে আটকে যায় লঙ্কানরা।
তামিম বলেন, ‘দলের সবাইকে দায়িত্ব নিতে হবে। কাউকে দোষারোপ করা ভুল হবে। যে ১১ জনই খেলুক না কেন সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা এখনো সিরিজে টিকে আছি। সিরিজ জিততে হলে সবাইকে ভূমিকা রাখতে হবে।’