সবজির ব্যাগের আড়ালে ২০ লাখ টাকার জালনোট

14

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় সবজি বাজারের ব্যাগ ভর্তি করে পাচারকালে ২০ লাখ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলা জেলার দৌলতখাঁ চরপাড়া এলাকার মোহাম্মাদ বেলায়েত হোসেনের ছেলে মো. রুবেল (৩২) এবং সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ‘রমজানকে সামনে রেখে চক্রটি বাজারের ব্যাগ ভর্তি করে সবজির নিচে অভিনব কৌশলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বাধীন ফোর্স চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২০টি ১ হাজার টাকার বান্ডেলসহ দুইজনকে গ্রেপ্তার করে। জব্দকৃত ২০টি বান্ডেলে সর্বমোট ২০ লক্ষ টাকা রয়েছে।’
ওসি আরও জানান, ‘গ্রেপ্তারের পর ঘটনার বিষয়ে পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতারকচক্রের অন্য সদস্যদের খোঁজ নেয়া হচ্ছে এবং তাদেরও গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রামের আদালতে সোপর্দ করা হবে।’