সবচেয়ে বেশি কটূক্তির শিকার রোনালদো

15

ক্লাব বদল নিয়ে নানা বিতর্কের কারণে সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অপরদিকে পারফরম্যান্স খরায় ভুগতে থাকা হ্যারি ম্যাগুইয়ারকে নিয়েও সমালোচনা কম হয়নি। যে কারণে টুইটারে সবচেয়ে বেশি কটূক্তির শিকার হওয়ার শীর্ষে আছেন এই দুই ইউনাইটেড খেলোয়াড়। রোনালদো ও ম্যাগুইয়ারের পর তাদেরই সতীর্থ মার্কাস র‌্যাশফোর্ড তালিকার তিনে অবস্থান করছেন। দা অ্যালান টার্নিং ইনস্টিটিউট ও অফকমের (অফিস অব কমিউনিকেশন) একটি জরিপে এই তথ্যগুলো উঠে আসে। একটি প্রযুক্তির মাধ্যমে সংগঠনটি ২০২১-২২ মৌসুমের শেষ ৫ মাসের ২৩ লাখ টুইটার বার্তা বিশ্লেষণ করে এই ফলাফল পায়। টুইটারে রোনালদোকে কটূক্তি করা হয়েছে সর্বামোট ১২ হাজার ৫২০ বার। দ্বিতীয় সর্বোচ্চ গালির শিকার ম্যাগুইয়ারকে নিয়ে টুইট করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। তিনে থাকা র‌্যাশফোর্ড ২ হাজার ৫৫৭টি কটূক্তিমূলক টুইটের শিকার হয়েছেন।