সফিনগরে শাহ মনোহর মাজার নির্মাণকাজ উদ্বোধন

21

 

হাটহাজারীর পশ্চিম ধলই (সফিনগর) গ্রামে হযরত শাহ মনোহর (রা.) মাজার পুননির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাজার ভবন উদ্বোধন করেন মাইজভান্ডার গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাÐারী। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান ও হক মঞ্জিলের শাহজাদা সৈয়দ আহমদ মুনতাজির জিয়া মাইজভাÐারী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাজার পরিচালনা পরিষদের সভাপতি অহিদুল আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে হাসান মাইজভাÐারী বলেন, আল্লার অলিগণের মাজার শরিফ দ্বীনি পরিচয়ের একটি অংশ। সেই পরিচয়কে আগামী প্রজন্ম যাতে ধারণ করে রাখতে পারে যেন সংকটে পড়তে না হয়। পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুর, ব্যবসায়ী জাহাঙ্গীর আল, আবুল হাসান, আল্লামা তৈয়্যব শাহ (রা.) স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, শফিউল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি